সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের নয়াবাজার প্রাঙ্গণে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন এ মতবিনিময় সভার আয়োজন করে।
ইলিয়াসপত্নী লুনা আরও বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একটি পক্ষ। দলের নেতাকর্মিদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার হচ্ছে। এসব অপপ্রচার ও ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন হবে। দেশ নায়ক তারেক রহমানের ৩১দফায় একটি সুন্দর দেশ গড়ার পরিপূর্ণ রোডম্যাপ রয়েছে। তাই তারেক রহমানের ৩১ দফা নিয়ে জনগনের দ্বারে দ্বারে ঘরে ঘরে যেতে হবে। মানুষকে বোঝাতে হবে, তাদের মন জয় করতে হবে যেন তারা উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দেন।
সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক মিয়ার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাসেল আহমদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি ফখর উদ্দিন, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল ইসলাম।
এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।


0 Comments