বিশ্বনাথ থানার এসআই অণিক বড়ুয়ার বিরুদ্ধে ৩০ হাজার টাকা ঘুষ গ্রহণের অভিযোগ এনে সিলেটের পুলিশ সুপার বরাবরে অভিযোগ দায়ের করেছেন এক মামলার বাদীনি।


অভিযোগকারী মামলার বাদীনি শিল্পী বেগম (২৫) ১৭ সেপ্টেম্বর সিলেট পুলিশ সুপার বরাবরে এই অভিযোগটি দায়ের করেন।


অভিযোগ সূত্রে জানা গেছে, বিশ্বনাথ উপজেলা খাজাঞ্চি ইউনিয়নের গনাই ঘর গ্রামের সুন্দর আলী স্ত্রী শিল্পী বেগম আদালতে একটি মামলা দায়ের করেন এবং আদালত মামলাটি তদন্ত করতে বিশ্বনাথ থানাকে নির্দেশ দেন। সেই প্রেক্ষিতে তদন্তের দায়িত্ব পান বিশ্বনাথ থানার এসআই অনিক বড়ুয়া। মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য ইতোমধ্যে বাদীনি এসআই অণিক বড়ুয়াকে ৩০ হাজার টাকা দেন। ৩০ হাজার টাকা নেওয়ায় পরও প্রতিবেদন না দিয়ে আরো ১০ হাজার টাকা দাবী করেন। টাকা না দিলে মামলার তদন্ত প্রতিবেদন আদালতে প্রেরণ করবেন না এমনটি জানালে বাদীনি প্রতিকার চেয়ে পুলিশ সুপার বরাবরে অভিযোগটি দায়ের করেন। এছাড়া তিনি মামলার তদন্ত প্রতিবেদন প্রেরণের ব্যবস্থা ও এসআই অণিকের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে দাবী জানান। 


এব্যাপারে অভিযোগকারী শিল্পী বেগম জানান, আমার ভাসুরের পরিবারের সাথে বিগত ২ রা জুলাই পারিবারিক দেনদরবার ও মারামারির ঘটনা ঘটে। বিষয়টি লিখিত ভাবে বিগত ১০ জুলাই ৪ জনকে অভিযুক্ত করে বিশ্বনাথ থানায় অভিযোগ দাখিল করি। থানা পুলিশ অভিযোগ না নিয়ে এটি সাধারণ ডায়েরি ভুক্ত করে( থানার জিডি নং ৪৬৬)। 

এরপর তদন্তের জন্য সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে থানা পুলিশ আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। তদন্তের দায়িত্ব পান এস আই অণিক। তদন্ত করতে এসে তিনি আমার কাছে টাকা দাবী করেন। এবং তাকে ৩০ হাজার টাকা দেই। এরপর তিনি আরো ১০ হাজার টাকা দাবী করেন। আমি পরবর্তী টাকা না দেওয়া তিনি প্রতিবেদন দাখিল করেন নাই। 


অভিযুক্ত এসআই অণিক বড়ুয়ার ঘুষ গ্রহণের বিষয়ে বক্তব্যের জন্য কয়েকবার থানায় গিয়ে তাকে পাওয়া না গেলে মুঠোফোনে ফোন করা হয়। একাধিকবার ফোনে কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।


বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, এসআই অণিকের ঘুষ গ্রহণের বিষয়টি আমি অবগত নই। পুলিশ সুপার বরাবরে অভিযোগের কোনো কাগজপত্র পাই নাই। পেলে উপযুক্ত প্রমাণাদি সহ ব্যবস্থা নেওয়া হবে।