প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ-ওসমানীনগর সিলেট-২ আসন ঘিরে ধীরে ধীরে নির্বাচনী মাঠ গরম হচ্ছে। অন্তবর্তী সরকারের নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পরই জামায়াত সহ অন্যান্য দলের প্রার্থীরা মাঠে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করেছন। সেই লক্ষ্যে সিলেট-২ আসনে বাংলাদেশ জামায়াত ইসলাম মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান নির্বাচনী সভা সমাবেশ ও গণ সংযোগে ব্যস্ত সময় পার করছেন।


মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর থেকে বিশ্বনাথ পৌরশহরের নতুন বাজার ও পুরানবাজারের ব্যবসায়ী, সাধারণ মানুষ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সাথে পরিচিতি ও গণসংযোগ করেছেন তিনি।


এসময় দলের উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীদের উপস্থিতিতে লিফলেট বিতরণ করা হয়। ব্যবসায়ী, সাধারণ মানুষ ও সাংগঠনিক দায়িত্বশীলদের সাথে কুশল বিনিময় করেন আব্দুল হানান।


গণ সংযোগে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, সেক্রেটারী মতিউর রহমান, পৌর জামায়াতের আমীর এইচ এম আক্তার ফারুক , পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান সহ উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ।