গানটি মূলত বন্যায় ফসলহানির বেদনার সঙ্গে ভালোবাসার আকুতি মিলিয়ে গাওয়া হয়েছে। গায়ক আলী ইনসান নিজেই গানটির কথা রচনা ও সুর করেছেন বলে জানা গেছে। বিশেষ করে ফেসবুক ও টিকটকে গানটি ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। অনেকেই গানটির সঙ্গে নিজের জীবন বাস্তবতার মিল খুঁজে পাচ্ছেন।
নেটিজেনদের মতে, গানটির সরলতা, আবেগ এবং গ্রামবাংলার মাটির গন্ধ তাদের হৃদয় ছুঁয়ে গেছে। কেউ লিখেছেন—“এই গান শুনে চোখে পানি আসছে,” আরেকজন বলেছেন, “আলী ইনসান ভাই দেশের মাটি ও মানুষের প্রতিনিধি।”
গানটির জনপ্রিয়তা বাড়ায় অনেকেই আশা করছেন, আলী ইনসানের আরও গান হয়তো সামনে আসবে। এভাবেই একটি সাধারণ কণ্ঠ দেশজ আবেগ নিয়ে অনলাইনে জায়গা করে নিচ্ছে অসংখ্য মানুষের হৃদয়ে।


0 Comments