বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি এম ইলিয়াস আলীর ‘নিখোঁজ’ হওয়ার ১৩ বছর ৩ মাস হয়েছে আজ বৃহস্পতিবার। দীর্ঘ এ সময় ধরে পরিবার থেকে শুরু করে বিএনপির নেতা-কর্মীরা ইলিয়াস আলীর ফেরার আশায় রয়েছেন। তবে এখনো তাঁর সন্ধান মেলেনি।

সাবেক এমপি এম ইলিয়াস আলীর সন্ধান কামনা করে বৃহস্পতিবার (১৭ জুলাই) বাদ আসর বিশ্বনাথ পুরান বাজার বায়তুল আমান জামে মসজিদে বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে গুম নামক অপরাজনীতির শিকার এম ইলিয়াস আলী, ও আনসার আলীর সন্ধান কামনা করে মোনাজাত করা হয়। একই সাথে গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নেক হায়াত কামনা করে দোয়া করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- পৌর বিএনপি সিনিয়র সহ-সভাপতি ফারুক মিয়া, সহ সভাপতি আব্দুন নূর, আব্দুর রাজ্জাক, হাজী ফয়জুল রহমান, নাজিম উদ্দীন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুল আহাদ, ধর্ম বিষয়ক সম্পাদক সিপন মিয়া, ত্রাণ বিষয়ক সম্পাদক সেবু চৌধুরী, সহ দপ্তর সম্পাদক আজিজুর রহমান, পৌর কৃষদলের যুগ্ম আহবায়ক ইসাক আলী, বিশ্বনাথ পৌরসভার ২ নং ওয়ার্ড সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক শেখ আমির আলী, ৪ নং ওয়ার্ড সভাপতি আরশ আলী, সাধারণ সম্পাদক সুনুল মিয়া, ৭ নং ওয়ার্ড সভাপতি আব্দুল আহাদ, ৯ নং ওয়ার্ড সহ সভাপতি মখলিছ আলী, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম, ৫ নং ওয়ার্ড সিনিয়র সহ-সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলী, ৩ নং ওয়ার্ড সহ সভাপতি সিরাজ মিয়া, ৫ নং ওয়ার্ড সাবেক সাধারণ সম্পাদক হাজী মানিক মিয়া, ১ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক সিরাজ মিয়া, ৬ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, ৭ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক হশিয়ার আলী, ৫ নং ওয়ার্ড যুগ্ম সম্পাদক কবির আহমদ, ৯ নং ওয়ার্ড যুবদল সভাপতি আসাব আলী। বিএনপি নেতা সুহেল আহমদ, জামাল উদ্দীন, রমজান আলী, তখলিছ আলী, খসরু মিয়া, বিশিষ্ট মুরব্বি মশাহিদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী দিলবর আলী, রাজন আলী প্রমুখ।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন, হাফিজ মাওলানা খাইরুল ইসলাম।