টেংরা আমপল্লী বাগান বাড়ির স্বত্বাধিকারী ও উপজেলা প্রেসক্লাবের দাতা সদস্য বাশির আলী এবং প্রেসক্লাব সভাপতি মো. শাহিন উদ্দিন এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই উৎসবটি ছিল প্রাণবন্ত ও উপভোগ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায়। তিনি বলেন, “আমাদের দেশীয় মৌসুমী ফল যেমন আম ও কাঁঠাল শুধু সুস্বাদু নয়, পুষ্টিতেও ভরপুর। এ ধরনের আয়োজন মানুষকে দেশীয় ফলের প্রতি আগ্রহী করে তোলে এবং স্বাস্থ্যসচেতনতা বাড়ায়।”
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সায়েস্তা মিয়ার সঞ্চালনায় এবং সভাপতি মোঃ শাহিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ও সমাজসেবক জোসেপ আলী চৌধুরী, বিশ্বনাথ পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, উপজেলা জামায়াতের অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মাস্টার মাহফুজুর রহমান বাবুল, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ কাওছার খান, শিক্ষাবিদ তৌফিক চৌধুরী এবং রাজনীতিবিদ এসএম রফিক আহমদ।
এছাড়া অনুষ্ঠানে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, দপ্তর সম্পাদক কবি এস.পি সেবু, অর্থ সম্পাদক আব্দুল কাইয়ুম, সদস্য ছালেক উদ্দিন, নিজস্ব প্রতিবেদক এস এ সাজু, মিডিয়া কর্মী ইয়াসিন মির্জা, ছাব্বির আহমদ অপু প্রমুখ।
শেষে আম ও কাঁঠালের স্বাদ গ্রহণ করেন সবাই এবং মিলনমেলায় রূপ নেয় পুরো আয়োজন।


0 Comments