সিলেটের বিশ্বনাথ উপজেলার পুরান বাজারে ঈদুল আযহাকে সামনে রেখে গরু ও ছাগলের হাটে জমে উঠেছে বেচাকেনা। স্থানীয় কৃষক ও খামারিরা দেশীয় গরু ও ছাগল নিয়ে হাটে অংশ নিচ্ছেন, যা ক্রেতাদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে।


হাটে ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। একটি মাঝারি গরুর দাম ৯০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত হাঁকা হচ্ছে। ছাগলের দাম ১২ হাজার থেকে ২৫ হাজার টাকার মধ্যে।


ক্রেতারা জানান, হাটে দেশীয় পশুর সরবরাহ ভালো হলেও দাম কিছুটা বেশি। বিক্রেতারা বলছেন, পশু পালনে খরচ বৃদ্ধি পাওয়ায় দাম তুলনামূলক বেশি।


স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা আশা করছেন, ঈদের আগের দিনগুলোতে হাটে আরও পশু উঠবে এবং বেচাকেনা আরও জমজমাট হবে।