ফিলিস্তিনে ইসরাইল কর্তৃক গণহত্যার প্রতিবাদে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে সিলেটের বিশ্বনাথ পৌর শহর। গতকাল শুক্রবার বাদ আসর পৌর শহরে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে খন্ড খন্ড মিছিলে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ‘উই আর প্যালেস্টাইন’ ও ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’ এ রকম নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা। এ সময় মানবতাবিরোধী অপরাধে ইসরাইলের প্রধানমন্ত্রী ও তার সমর্থনকারীদের বিচারের দাবি জানিয়ে ইসরাইলের সকল পণ্য বয়কটের ডাক দেওয়া হয়।

শুক্রবার বাদ আসর নামাজের পরপরই পৌর শহরের মাদানিয়া মাদ্রাসা গেটের সামন থেকে বাংলাদেশ খেলাফত মসজলিস বিশ্বনাথ উপজেলা শাখার ব্যানারে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসিয়া ব্রীজে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এসময় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে যোগ দেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

এ সময় বিক্ষোভকারীরা ‘উই আর প্যালেস্টাইন’, ‘তুমি কে আমি কে, প্যালেস্টাইন প্যালেস্টাইন’, ‘ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে’, ‘নেতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে’, ‘ইসরাইলের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও, ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব দে’সহ নানা স্লোগান দিতে থাকেন। মিছিলে শিশুদের প্রতিকী লাশ নিয়ে অংশ নেন বিক্ষোভকারীরা।

বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মতিনের সভাপতিত্বে ও এম আশরাফুল হকের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, সহ সভাপতি মাওলানা ক্বারী উবায়দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুতাসিম বিল্লাহ জালালী, বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ আব্দুল বাছিত প্রমুখ।