শাহ আব্দুল করিম পরিষদের উপদেষ্টা গণি শাহ'র উপর দুষ্কৃতকারীদের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) বেলা ৩ টায় বিশ্বনাথের বাসিয়া ব্রিজে শাহ আব্দুল করিম পরিষদ, বিশ্বনাথ উপজেলা শাখার ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 


মানববন্ধনে বক্তব্য রাখেন,শাহ আব্দুল করিম পরিষদ, বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি প্রবাসী রানা খান, সাধারণ সম্পাদক বাউল ভাসানী বারিক, সাংগঠনিক সম্পাদক আসমত আলী লিটন, প্রচার সম্পাদক আরশ আলী।


হাজী আব্দুল গণি-কে বিগত ১২ই মার্চ সন্ধ্যায় (গণি শাহ) এলাপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ সহ দোষীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান বক্তারা।


এসময় আরও উপস্থিত ছিলেন, শাহ আব্দুল করিম পরিষদ, বিশ্বনাথ উপজেলা শাখার সহ সভাপতি এমরান খান, সাংস্কৃতিক সম্পাদক বাউল ইউনুস আলী, সাবেক প্রচার সম্পাদক রফিক মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক চেরাগ আলী, সদস্য বাউল আব্দুল্লাহ, আনহার আলী, আমির আলী, আবুল মিয়া, সুমন আহমদ, মাহিন, বিলাল, মুউরস, শাহ এনাম প্রমুখ।