পবিত্র ঈদুল ফিতরের বাকি আর মাত্র কয়েকদিন। বিশ্বনাথের ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে ওঠেছে বিপনী বিতান, মার্কেট থেকে অলিগলি। ঈদের কেনাকাটা করতে ব্যস্ত সময় পার করছেন মানুষ। ঈদের আনন্দ ভাগাভাগি করতে, নতুন জামা কিনতে মহিলা ও পুরুষের পাশাপাশি শিশুরাও পছন্দের নতুন জামা কিনছেন সমানভাবে।


ঈদকে সামনে রেখে বিশ্বনাথ পুরান বাজার, নতুন বাজারের মার্কেটগুলো সাজানো হয়েছে নতুন সাজে। বিশ্বনাথ বাজার ঘুরে দেখা গেছে, ঈদের কেনাকাটা করতে মার্কেটগুলোতে মানুষের উপচে পড়া ভীড় লেগেই আছে। একটুও ফুসরত নেই দোকানীদের। শাড়ি ঘর, পাঞ্জাবি, বাচ্চাদের শপ, জুতা, ট্রেইলারস, জুয়েলারি, কসমেটিকস সহ সব ধরনের দোকানে ব্যবসা হচ্ছে জমজমাট।


আল হেরা শপিং সিটির ব্যবসায়ী সাদিয়া ফ্যাশনের পরিচালক দেলোয়ার হোসেন সজিব বলেন, নতুন কালেকশন আনা হয়েছে ক্রেতাদের ঈদ উপলক্ষে বিশেষ ডিসকাউন্টে কেনাকাটার সুযোগ রয়েছে। 


ফ্যামেলি নিয়ে ঈদ শপিং করতে এসে ছোট্ট সোনামণি লাবিবা বলে ঈদে অনেক কিছু কিনবো আর নতুন জামা পড়ে ঘুরতে যাবো নানাবাড়ি।